নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আবারো চা বাগানের শ্রমিকদের জন্য় আরো একটি চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। এই নিয়ে গত দু’বছরে মোট দশটি চা বাগান বন্ধ হয়েছে। আজ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাগানের প্রায় ১ হাজার ৩০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।
এদিন মেচপাড়া চা বাগান কর্তৃপক্ষ ‘সাসপেনশন অফ ওয়ার্কস’ নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যান। আর বাগানের শ্রমিকরা কাজে গিয়ে দেখেন, বাগান কর্তৃপক্ষ নেই। শুধু নোটিশ ঝুলছে। যেখানে লেখা, ‘বাগানে কাজের পরিবেশ নেই। শ্রমিকরা ও কর্মচারীরা ঠিক মত কাজ করছে না। এমনকি বোনাসের সিদ্ধান্ত হওয়ার পরও অবৈধ ভাবে পাঁচদিন আন্দোলন করেছে।’ এসমস্ত কারণে বাগান কর্তৃপক্ষ ‘সাসপেনশন অফ ওয়ার্কস’ নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে।
এখন চা বাগানে শুখা মরশুম। এই সময় উৎপাদন বন্ধ। আর এই সময় মূলত শ্রমিকদের ছুটি দেওয়া হয়। আর এই শুখা মরশুমে বাগান বন্ধ হয়ে যাওয়ায় মেচপাড়া শ্রমিকদের মাথায় হাত। এদিন শ্রমিকরা জানান, “আজ বেতন প্রদানের দিন ছিল। মালিক কর্তৃপক্ষ বেতন না দিয়ে বাগান বন্ধ করে চলে গিয়েছে।”