নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকালের পর আজ আবার পুজোর আগে হাওড়ার আরো একটি জুটমিলে তালা পড়লো। আজ অন্য দিনের মতোই চেঙ্গাইলের ল্যাডলো জুটমিলে শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন। কিন্তু জুটমিলে গিয়ে গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্কের’ নোটিস টাঙানো দেখতেই বিক্ষোভে ফেটে পড়েন। ফলে প্রায় সাত হাজার শ্রমিক কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়লেন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গতকাল দুপুরবেলা জুটমিলের ভিতরে কর্তৃপক্ষের সাথে কর্মীদের পুজোর বোনাস নিয়ে অশান্তি হয়। আর ওই সময় শ্রমিকরা জুটমিলের একাধিক অফিসে ভাঙচুর চালান। এমনকি একাধিক আধিকারিককে মারধরও করেন। এরপরেই জুটমিল কর্তৃপক্ষ নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে অনির্দিষ্ট কালের জন্য জুটমিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আর এদিন সকালবেলা জুটমিলের গেটে কাজ বন্ধের নোটিশ আটকে দেওয়া হয়। যার জেরে শ্রমিকদের কপালে চিন্তার ভাঁজ নেমে আসে।