নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতেরবেলা মালদার ইংরেজবাজার থানার নঘরিয়া গ্রামে মদের আসরে দুই বন্ধুর মধ্যে বচসা চলাকালীন আচমকা গুলি চলে। এই ঘটনায় তাদের মধ্যে একজন যুবককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![](https://indianprimetime.in/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-26-at-10.14.58-AM-225x300.jpeg)
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পরিবার সূত্রে জানা যায়, মণিরুল কৃষিকাজ করে। আর রকি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। তাই তাদের মধ্যে এই বচসা কেন তা বোঝা সম্ভব হচ্ছে না। আপাতত পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন।