অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ এলাকার অশোক হলে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এয়ার কন্ডিশন রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আগুন লাগে।
কিন্তু দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে দমকল কর্মীরা মনে করছেন, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত শ্রমিকরা নিরাপদে রয়েছেন। আর এই রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য বিদ্যালয় বন্ধ থাকায় বড়ো বিপদ এড়ানো গিয়েছে। পাশাপাশি পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। যদিও সকালের ব্যস্ত সময় এই দুর্ঘটনা ঘটায় রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরী হওয়ায় পুলিশ ভিড় সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।