নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গত বছরের ১৫ ই আগস্ট পদ্মশ্রীপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। একাধিক মেডেলও খোয়া গিয়েছিল। কিন্তু ওই ঘটনার পরে চার মাসও কাটেনি এমন অবস্থায় তাঁর হুগলীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। আজ বুলা চৌধুরী ভাইয়ের বাড়িতে একটি পুজোয় অংশ নেওয়ার জন্য গিয়েছিলেন। পাশেই বুলা চৌধুরীর বাড়ি থাকায় কিছুক্ষণ পর নিজের বাড়িতে যান। এরপর দরজা খুলে দেখেন, বাড়ির সামনের ঘরের জানালার গ্রিল ভেঙে পড়ে রয়েছে। সমগ্র ঘর তছনছ। আলমারিও ভাঙা হয়েছে।

তবে ঠিক কি চুরি হয়েছে, তা এখনো জানাননি। ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন। এদিন বিষয়টি পুলিশকে জানানোর পরে বুলা চৌধুরী জানান, ‘‘এই বাড়িতে অনেক স্মৃতি রয়েছে। তাই ছাড়তে চাই না। সমাজে হয়তো দারিদ্র বেড়ে গিয়েছে, সে জন্য চুরির ঘটনা ঘটছে।’’ চন্দননগর কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, ‘‘আগেই তিনি এই বাড়ি থেকে দামী জিনিসপত্র নিয়ে গিয়েছেন। রাতে ওই বাড়িতে পাহারা থাকে। সন্ধ্যায় হয়তো এই ঘটনা ঘটেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ই আগস্ট বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। চোর বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একাধিক পদক নিয়ে যায়। এমনকি পদ্মশ্রী স্মারক চুরি যাওয়ার অভিযোগও উঠেছিল। পুলিশ খবর পেয়ে তদন্তে নেমে এক জনকে গ্রেপ্তার করে। সঙ্গে ২৯৫টি পদক উদ্ধার করে। পরে আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারপরই বাড়ির সামনে পুলিশী পাহারা বসানো হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here









