নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বাঁধতে গিয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো মেজবুল শেখ নামে ১ জনের। আর গুরুতর আহত হয়েছেন প্রায় ৩ জন। গতকাল রাতের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুরের একটি মাঠে কয়েক জন বোমা বাঁধার কাজ করছিলেন। ওই সময় অসাবধানতাবশত বোমা ফেটে তিন জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। নওদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিবারের দাবী, ‘‘এলাকার এক তৃণমূল নেতা ও তার গুন্ডাবাহিনী বোমা মেরে খুন করেছে।
এর আগে পঞ্চায়েতে ছাপ্পা ভোট করেছিল। ভোটও দিতে দেয়নি।’’ কিন্তু বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ না কি বোমা ছোঁড়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সাংসদ আবু তাহের খান এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘খুব দুঃখজনক ঘটনা। আমি কলকাতায় আছি। বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে দেখছি।’’
বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, ‘‘দীর্ঘ দিন ধরেই ওখানে বিধায়ক গোষ্ঠী এবং সাংসদ গোষ্ঠী বিবাদমান। আসন্ন পঞ্চায়েত ভোটে কে প্রধান হবেন আর কে টিকিট পাবেন, সেই নিলাম নিয়ে গন্ডগোলের জেরে দু’চারটে মরছে। আর কি করা যাবে!’’