চয়ন রায়ঃ কলকাতাঃ দল বিরোধী কাজের জন্য শোকজ হলো অনিল কন্যা। বঙ্গ রাজনীতিতে এককালের হেভিওয়েট বাম নেতার মেয়ে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ধারাবাহিকভাবে নারীশক্তি শীর্ষক প্রবন্ধ লিখেছিলেন।
অজন্তা বিশ্বাস এই প্রবন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরা নারী বলে ব্যক্ত করেছেন। এতেই আলিমুদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রসঙ্গে অজন্তা বিশ্বাস জানান যে, “তিনি দল নির্বিশেষে মুখ্যমন্ত্রীর কথা তুলে ধরেছেন”। কিন্তু দলের মধ্যে অজন্তা বিশ্বাসের এই কথা ধোপে টেকেনি।
Sponsored Ads
Display Your Ads Here
সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অধ্যাপক অজন্তা বিশ্বাসের এ হেন আচরণে সিপিএম নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ হয়ে ওঠে। বর্তমানে সিপিএমের এরিয়া কমিটির সদস্য সত্ত্বেও এই প্রবন্ধ লেখার জেরে আর শেষ কিস্তি প্রকাশিত হতেই সিপিএমের পক্ষ থেকে অজন্তা বিশ্বাসকে শোকজ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
দলীয় সূত্রে জানা গেছে, এরিয়া কমিটি অজন্তা বিশ্বাসকে তিম মাসের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছে। আগামী ২১ শে আগস্ট জেলা কমিটির মিটিংয়ে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।