চয়ন রায়ঃ কলকাতাঃ এবার আর কোনো মেট্রো দমদম থেকে ছাড়বে না। সব মেট্রোই দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। তবে দু’টি প্রান্তিক স্টেশন থেকে মেট্রো চলাচলের ব্যবধান ছয় মিনিট থেকে বাড়িয়ে সাত মিনিটের ব্যবধান করা হয়েছে।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত কবি সুভাষ ও দক্ষিণেশ্বরকে প্রান্তিক স্টেশন হিসাবে বিবেচনা করা হয়েছে। সেই হিসাবেই পরিষেবা পাওয়া যাবে। একইসাথে নোয়াপাড়া থেকে কবি সুভাষ অবধি নয়া মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। নতুন টাইম টেবিলও তৈরী হচ্ছে। সকালবেলা ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে। অন্যদিকে, যে মেট্রো সকালবেলা ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ছাড়তো এবার সকাল ৬টা ৫৫ মিনিটে সেই মেট্রো ছাড়বে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি ঠিক হয়েছে যে, সকালবেলা ৯টা নাগাদ নোয়াপাড়া থেকে আরো একটি মেট্রো দক্ষিণেশ্বর অবধি আসবে। এর সাথে সাথে রাতেরবেলা ৯টা ২৮ মিনিটে যে মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ছাড়তো, সেটির সময় এবার থেকে বেড়েছে। অর্থাৎ ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে। আগামী ২৯ শে ডিসেম্বর থেকে এই নয়া সময়সূচী কার্যকর হতে চলেছে। যদিও স্পেশ্যাল মেট্রোগুলির সূচীতে এখনই কোনো পরিবর্তন হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here