নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ময়নাগুড়ি হাসপাতালে পাড়া এলাকায় গায়ে আগুন লেগে প্রাণ হারালো ৬৮ বছর বয়সী রানু মন্ডল নামে এক বৃদ্ধা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানু দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকে ময়নাগুড়ির হাসপাতাল পাড়া এলাকায় একাই থাকতেন। আর ছেলে ময়নাগুড়ির খুকশিয়া এলাকায় থাকতেন। আচমকা আজ ভোরবেলা স্থানীয়রা তার বাড়িতে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর দমকল কর্মীরা অর্ধদগ্ন অবস্থায় রানু দেবীকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে রানু দেবীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগুন লেগেছে নাকি গায়ে আগুন দিয়েছে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশার তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে এই ঘটনার পূরণাঙ্গ তদন্ত শুরু হয়ে গেছে। যদিও এখনো অবধি এই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here