নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনের মালগুদাম এলাকায় দেওয়াল চাপা পড়ে ৬৭ বছর বয়সী শেখ সাখার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকটি গাছ রেলের ফুট ওভার ব্রিজের জন্য কাটা হয়েছিল। আর শেখ সাত্তারের ছেলে গাছের কিছু ডাল কাটার কাজ করছিলেন। শেখ সাত্তার নামে ওই বৃদ্ধ ছাওয়া দেখে দেওয়ালের পাশে গিয়ে বসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাত্ করে বৃদ্ধের গায়ের উপরে হুড়মুড়িয়ে দেওয়াল পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এরপরই স্থানীয় লোকদের সাথে নিয়ে বাবাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতলে নিয়ে গেলে চিকিত্সকরা শেখ সত্তারকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই ব্যাপারে রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খড়গপুর টাউন থানার পুলিশ এই গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code