চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল পার্ক সার্কাসের লোহারপুলে অর্থাৎ কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সামশুলহুদা রোডের পাশে একটি জরাজীর্ণ তিন তলা বাড়ির এক তলার ছাদের একাংশের চাঙড় ভেঙে ১ জন বৃদ্ধার মৃত্যু হয়েছে। আর ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আহতদের মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। মৃত বৃদ্ধার নাম রাবিয়া খাতুন। ঘটনার সময় সকলেই ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনাটির পর আশেপাশের সকলে ছুটে এসে দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু রাবিয়া খাতুনকে বাঁচানো সম্ভব হয়নি। মালিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, “বারবার ভাড়াটিয়ারা অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। ওই বাড়ির বিপজ্জনক পরিস্থিতি।” কড়েয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় কাউন্সিলর এই প্রসঙ্গে জানান, “ওই বাড়িটি বহু পুরোনো ছিল।”










