নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ আজ ভোর ৫টা ৫৮ মিনিট নাগাদ সিকিমে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৩.৯ ছিল। সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল সিকিমের সোরেং। তবে বড়ো কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ২৭.২১ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৮.২৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ছিল। আর উৎসস্থল ভূগর্ভ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে ছিল। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই ভূকম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। এদিন যখন ভূকম্পন হয়, তখন অনেকেই ঘুমিয়ে ছিলেন। আচমকাই খাট, আসবাবপত্র কেঁপে ওঠে। ভূকম্পনের তীব্রতা খুব বেশী না হলেও স্থানীয়রা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। শীতের ভোরে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন।

এমনিতে সিকিম ভূমিকম্প প্রবণ এলাকা। আগেও হিমালয় সংলগ্ন এলাকায় একাধিক ছোটো-বড়ো ভূকম্পন হয়েছে। বাঙালীর অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র সিকিমে গোটা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে নতুন বছরের এই সময় ভিড় কিছুটা বেশীই হয়। পর্যটকদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। পাশাপাশি পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের বিধ্বংসী ভূমিকম্পে সিকিম ধূলিস্যাত্ হয়ে গিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেখান থেকে ফের ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









