চয়ন রায়ঃ কলকাতাঃ কয়লা পাচার মামলায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বার বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোর জেরে দিল্লির পাটীয়ালা হাউস কোর্ট জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে।
আগামী ২০ শে আগাস্টের মধ্যে রুজিরাকে হাজিরা দিতে বলা হয়েছে। এখনো অবধি ইডি অভিষেককে কয়লা পাচার মামলায় দু’বার জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু রুজিরা কখনোই ইডির সামনে হাজির হননি। সেপ্টেম্বর মাসে দিল্লিতে রুজিরাকে ডেকে পাঠালে রুজিরা চিঠি দিয়ে বলেছিলেন, “অতিমারীতে তাঁর পক্ষে সন্তানদের ফেলে যাওয়া সম্ভব নয়।”
গত ২১ শে মার্চ ও ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির ইডির দপ্তরে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে এর আগেই অভিষেক এবং রুজিরা ইডির সমন জারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্ট এই মামলার কোনোরকম হস্তক্ষেপ করেনি।
গত মার্চ মাসে দিল্লিতে অভিষেককে ৮ ঘণ্টা জেরা করার প্রসঙ্গে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করার পাশাপাশি ইডি তাঁদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করছে না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।