মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সোদপুরের পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নিউ কলোনী এলাকায় পার্থ গুহ নামে এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠলো। এর জেরে আজ পার্থর বাড়িতে লালবাজার গোয়েন্দা শাখার পাঁচ সদস্যের একটি দল অভিযান চালায়।
লালবাজার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এমনকি দেশের বাইরেও একটি বহুজাতিক সংস্থার সঙ্গে প্রতারণা ও কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। কিন্তু আপাতত গত ছয় মাস থেকে পার্থ পলাতক। তবে পার্থর ঘনিষ্ঠ শাকিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর শাকিলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এরপর তাকে সাথে নিয়েই পার্থর বাড়িতে অভিযান চালানো হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পাশাপাশি তার নিউ কলোনীর বাড়িতে ভাড়া থাকা বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয় যে, পার্থের কাছে তাদের ভাড়ার টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হত? এছাড়া লেনদেন সংক্রান্ত তথ্যও জানতে চাওয়া হয়। এদিকে লালবাজারের গোয়েন্দাদের অভিযানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।