চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন আইএএস অফিসার সঞ্জয় বনশল। পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যের তরফে সঞ্জয় বনশলকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সাহায্য করার জন্যই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
৭ ই জুন রাজীব সিনহা নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পরেই ৮ ই জুন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। এই মাঝের এক মাস সময়ে রাজ্যের বাইশটি জেলার ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন জমা, স্ক্রুটিনি ও মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত কাজ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আবার এরমধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে একের পর এক মামলাও চলছে। সব মিলিয়েই আগামী কয়েকদিনে নির্বাচন কমিশনের বিস্তর কাজ। সঞ্জয় বনশল রাজীব সিনহাকে সেই সব কাজেই সাহায্য করবেন। এর আগে তিনি অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের সচীব পদে কাজ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here