নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বরেলিতে মোবাইল ফেটে মৃত্যু হয়েছে আট মাস বয়সী এক শিশুর। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, শিশুটির মা কুসুম কাশ্যপ একটি সুইচবোর্ডে মোবাইল চার্জে বসিয়ে তার পাশে রেখে চলে গিয়েছিলেন। কিন্তু ওই কি-প্যাড ফোন চার্জে বসানোর সঙ্গে সঙ্গে ফেটে যায়। প্রচণ্ড শব্দে মোবাইলটি ফেটে যেতেই বড়ো মেয়ে নন্দিনী ভয়ে কেঁদে উঠতেই কুসুম দেবী পাশের ঘর থেকে ছুটে এসে দেখেন ছোটো মেয়ে নেহা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
মুখের একটা অংশটা পুড়ে গিয়েছে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা নেহাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এখনো অবধি এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ পাননি। কিন্তু পুলিশের দাবী, “মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের গাফিলতির জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে।”
এছাড়াও পুলিশ জানিয়েছে, “তারা যে বাড়িতে থাকেন সেটি পুরোপুরি তৈরী হয়নি। সোলার এবং বড়ো ব্যাটারীর প্লেট দিয়ে ঘরের আলো জ্বালানো থেকে মোবাইল চার্জ করা হত। এর ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।” অবশ্য ওই পরিবারের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।