অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কাঁকুরগাছিতে বেঙ্গল কেমিক্যালের কাছে ফুটপাথে একটি গাড়ি উঠে দু’জন শিশু আহত হয়। এই দু’জন শিশুর মধ্যে আজ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম অঙ্কিত সাউ। বয়স ৬ বছর। এলাকায় এই খবর পৌঁছাতেই বাসিন্দারা রাস্তার উপর বিক্ষোভে ফেটে পড়েন। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।
মূলত, একটি চার চাকার নীল গাড়ি বেঙ্গল কেমিক্যালের কাছে মানিকতলা মেন রোড দিয়ে যাচ্ছিল। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়। ওই সময় কয়েক জন শিশু ফুটপাথে খেলা করছিল। এই দুর্ঘটনায় এক জন শিশু গাড়ির নীচে চলে যায়। আর অন্য এক জন শিশু পাশের মাঠে ছিটকে পড়ে। এছাড়া আরো এক জন আহত হয়েছেন। এরপরই আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ এলাকায় অবরোধ চলে। এমনকি বিক্ষুব্ধ জনতা ওই গাড়িটি ভাঙতে উদ্যত হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিষেক সুলতানিয়া নামে এক জন ব্যক্তিকে গ্রেফতার করে। এই অভিষেকই বাবার নামে কেনা গাড়িটি চালাচ্ছিলেন। তার দাবী ছিল, ‘‘গাড়ি চালাতে চালাতে চোখ বুজে আসায় এই দুর্ঘটনা ঘটে।’’ কিন্তু এদিন আহত শিশুদের মধ্যে অঙ্কিতের মৃত্যু হয়েছে। আর ছ’বছর বয়সী রিয়া ঘোষ বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Sponsored Ads
Display Your Ads Here