নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ অনেক সময় সম্পত্তির উইল তৈরীর আগেই বাবার মৃত্যু হয়। সেক্ষেত্রে বাবার উপার্জিত ও অন্যান্য সম্পত্তির ওপর কার অধিকার থাকবে এই মামলায় সুপ্রিম কোর্ট এক তাৎপর্যপূর্ণ রায় দিল।
মাদ্রাজ হাই কোর্টের এই সংক্রান্ত একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে, বাবার মৃত্যু হলে মেয়ে তার বাবার উপার্জিত এবং অন্যান্য সম্পত্তি পাওয়ার অধিকারী হবেন। এক্ষেত্রে বাবা কোনো উইল না করে গেলেও মৃত বাবার কন্যা এই অধিকার পাবেন। আর পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় কন্যা অগ্রাধিকার পাবেন।
বিচারপতি এস আব্দুল নাজির ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানিয়েছে, “উইল করার আগে কোনো হিন্দু পুরুষের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হবে। কিন্তু মৃত হিন্দু পুরুষের কন্যা বাবার অন্যান্য আত্মীয়দের তুলনায় সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।