প্রশাসনের তরফে সেতুর আশ্বাস দিলেও এখনো বেহাল সেতুর অবস্থা
নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ জলের তোড়ে ভেসে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের গঙ্গাসাগর রাধানগর এলাকার সংযোগকারী কাশিয়াখাড়ির উপর তৈরী একটি বাঁশের সাঁকো। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই চলাচলের জন্য খাড়ির উপর বাঁশ ও মাটি দিয়ে রাস্তা তৈরী করেছে।
আর আপাতত এই রাস্তার উপর দিয়েই যাতায়াত চলছে। সারাবছর সাঁকো না থাকায় জলঘর গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা অত্যন্ত দুর্ভোগে ভোগেন। বারবার প্রশাসনের কাছে দাবী জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি বলে বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ উঠছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে, প্রশাসন বারবার পরিদর্শন করে পাকা সেতুর আশ্বাস দিয়েছেন। এদিকে আত্রীয়ে নদীর একটু জল বেড়ে গেলেই কাশিয়াখাড়িতে জল ঢুকে পড়লে বাঁশের সাঁকো ভেঙে পড়ে। যার ফলে পাকা সেতুর দাবী আরো জোরালো হচ্ছে।
এই বিষয়ে জলঘর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল মুর্মু জানিয়েছেন,”পঞ্চায়েত থেকে ব্রিজ করা সম্ভব না। এই ব্যাপারটা সেচ দপ্তর দেখবে। তারাই এই বিষয়টি খতিয়ে দেখছে”।