অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শেষমেশ জিডি বিড়লা স্কুল খুললেও সম্পূর্ণ সমস্যার সমাধান হলো না। এবার শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্য ও ভেদাভেদ অভিযোগ উঠল।
যে সব অভিভাবক ছেলে-মেয়েদের বকেয়া বেতন পুরোপুরি মিটিয়ে দিয়েছেন শুধুমাত্র সেই পড়ুয়াদেরই বিদ্যালয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আর শংসাপত্র দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বকেয়া বেতন মেটানো ছাত্র-ছাত্রীদের জন্য হলুদ পরিচয়পত্র তৈরী করা হয়েছে। পড়ুয়াদের অভিভাবকরা পুরো বেতন মেটাতে সক্ষম হয়েছেন কি না এর জন্যই এই হলুদ পরিচয়পত্র।
Sponsored Ads
Display Your Ads Here
বেতন মেটানো অভিভাবকরা জানান, “তাদের জরু্রী ভিত্তিতে বিদ্যালয়ে তলব করে শংসাপত্র এবং হলুদ পরিচয়পত্র তুলে দেওয়া হয়। সেই মতো ওই পড়ুয়ারা এই হলুদ পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। কিন্তু দু’দফায় এই পরিচয়পত্র যাচাই করে পড়ুয়াদের বিদ্যালয় ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিন জিডি বিড়লা ছাড়াও অশোক হল এবং মহাদেবী বিড়লা শিশুবিহার স্কুলও খুলে দেওয়া হয়েছে।