নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের আরা শহরে কুকুরের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের। কুকুরের কামড়ে পর পর ক্ষতবিক্ষত হন ৭০ জন। এবার পুলিশ ওই পাগলা কুকুরের সন্ধানে নেমে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছেন। কুকুরের তাণ্ডব আটকানোর জন্য শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্র মারফত খবর, কুকুরটি শিবগঞ্জ, শীতলাতলা, মহাদেব রোড এবং সদর হাসপাতাল এলাকায় ৭০ জনকে কামড়ে দিয়েছে। গতকাল ওই কুকুরটি সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু বিশাল পুলিশ বাহিনী কুকুরটিকে ধরতে নেমে পড়েছেন।
এছাড়া অন্য কোথাও গিয়ে এই কাণ্ড করছে কি না, তা জানারও চেষ্টা করা হচ্ছে। আপাতত বিশাল পুলিশ বাহিনী সমগ্র শহর জুড়ে টহলদারি চালাচ্ছেন। এর পাশাপাশি বন দপ্তরের কাছেও খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীরাও খাঁচা নিয়ে প্রস্তুত রয়েছে। তবে কুকুরের দেখা নেই।