ব্যুরো নিউজঃ আমেরিকাঃ উৎসবের মরসুমে প্রবল ঠান্ডায় বিধ্বস্ত আমেরিকা। এক টানা পাঁচ দিনের তুষারঝড়ে জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১। সহস্র মানুষ দুর্যোগের সময় বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। রাস্তাঘাটে কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে।
আমেরিকার এই ভয়ঙ্কর তুষারঝড়কে ‘সাইক্লোন বম্ব’ বলে। ফলে দেশের নানা প্রান্তে তাপমাত্রা হিমাঙ্কের ৪০ থেকে ৪৫ ডিগ্রী নীচে নেমে গিয়েছে। রাস্তাঘাটের অবস্থা এমন যে বিপর্যয় মোকাবিলা বাহিনীও দুর্যোগ কবলিত মানুষদের উদ্ধারে বাধা পাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তাই খুব প্রয়োজন না হলে কেউ রাস্তায় বেরোচ্ছেন না। দেশের নানা প্রান্ত জুড়ে জরুরী অবস্থা জারি করা হয়েছে। উল্লেখ্য, এই ঠান্ডায় কলোরাডোতে চার জনের, নিউইয়র্কে বারো জনের মৃত্যু হয়েছে। আর নয়টি প্রদেশ থেকে মৃত্যুর খবর এসেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।