চয়ন রায়ঃ কলকাতাঃ ঘূর্ণিঝড় ‘দানা’-র আশঙ্কায় প্রশাসন দুর্যোগ মোকাবিলায় যথেষ্ট তৎপর হয়ে উঠেছে। একদিকে যেমন, বৃহস্পতিবার রাতেরবেলা ৮টা থেকে শিয়ালদহ স্টেশনে সমস্ত লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তেমনই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ কোনোরকম ঝুঁকি নিতে নারাজ। আর তাই বৃহস্পতিবার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। তবে মেট্রোর সময়সূচীতে কোনো পরিবর্তন হচ্ছে না।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ৬টা থেকে শুক্রবার সকালবেলা ৯টা অবধি বিমান পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় ‘দানা’-র কারণেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, এরইমধ্যে বুধবার বিকেলবেলা মুখ্যসচীব ন’টি জেলার জেলাশাসককে নিয়ে জরুরী বৈঠক করলেন। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার সমুদ্র সংলগ্ন এলাকা থেকে মানুষকে সরিয়ে ত্রাণশিবিরে রাখার কাজ নিয়ে পর্যালোচনা করেন। অন্যদিকে, রাজ্যস্তরের পাশাপাশি জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here