অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গত দু’বছর করোনা অতিমারীর কারণে পুজোয় জাঁকজমক ও ভিড়ভাট্টা প্রায় কিছুই ছিল না। কিন্তু চলতি বছর কোনো নিষেধাজ্ঞাই না থাকায় আগের মতো তৃতীয়া থেকেই রাস্তায় মানুষের ঢল নেমেছে। তাই এই ভিড় সামাল দিতে রাজ্যের পরিবহণ দপ্তর পুজোতে সরকারী বাসের পাশাপাশি বেসরকারী বাসের সংখ্যা বাড়িয়েছে। এমনকি রাতভর শহর ও শহরতলি মিলিয়ে হাজারখানেক বেসরকারী বাস চালানো হবে।
তবে পুজোর ভিড় সামাল দেওয়ার জন্য বেসরকারী পরিবহণের উপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে। এক্ষেত্রে বেসরকারী বাস মালিকদের সংগঠনগুলিও এগিয়ে এসেছে। বেসরকারী বাস মালিকদের সংগঠন সিটি সাব আর্বান বাস সার্ভিসেসের নেতা টিটু সাহা জানান, ‘‘সরকারকে চিঠি দিয়ে বাস নামানোর কথা জানানো হয়েছে। যেমন দিনেরবেলা বাস চলে চলবে। তেমন রাতেরবেলা শহর-শহরতলিতে হাজার বাস চলবে।
এছাড়া শহরতলির সাথেও যোগাযোগ রক্ষা করতে হবে। আর সেটা রাতেরবেলা থেকে ভোরবেলা অবধি চলবে। কারণ রাতেরবেলা মফস্সলের বহু মানুষ ঠাকুর দেখতে শহরে এসে ভোরবেলা বাড়ি ফিরে যান। তাই সেই কথা ভেবেই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রাতেরবেলা হাজারখানেক বেসরকারী বাস চলবে।’’