নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ গতকাল সন্ধ্যাবেলা থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টির জেরে বেলান্দুরের আইটি জোন সহ বেঙ্গালুরু শহরের পূর্ব, দক্ষিণ ও কেন্দ্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্লাবিত হয়েছে। শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। মুখ খোলা ম্যানহোলের পাশ দিয়ে বন্যার জল বয়ে যাচ্ছে।
ফলে যানবাহন চলাচলেরও ব্যাঘাত ঘটেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, গতকাল বেঙ্গালুরু শহরের উত্তরে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত গত মাসেও একটানা তিন দিনের বৃষ্টির কারণে শহর জুড়ে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছিল। সেই বন্যায় শহরের বেশ কিছু অংশ জলের নীচে চলে গিয়েছিল।
এমনকি বেশ কিছু আইটি হাব এবং আবাসিক এলাকাও জলের তলায় ডুবে যায়। বহু মানুষ নিজেদের বাড়িতে আটকে পড়েছিলেন। রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি বিমান উড়ানের ক্ষেত্রেও প্রতিকূল পরিস্থিতি তৈরী হয়েছিল।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী তিন দিনের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করার পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অতএব আবার একই রকম পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কায় শহরবাসী এক আতঙ্কে দিন কাটাচ্ছেন।