নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা অল্লু অর্জুন গ্রেফতারের পর তেলঙ্গানা হাইকোর্ট অল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল। ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দ্রাবাদের নিম্ন আদালত অভিনেতাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। কিন্তু অল্লু অর্জুনকে ওই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেছে।
তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে অল্লু অর্জুনের মামলাটির শুনানি হয়েছে। আর ওই ঘটনার প্রেক্ষিতে যে সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, তাদের মধ্যে আজ সকালবেলা হায়দ্রাবাদ পুলিশ অভিনেতাকে বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়া সন্ধ্যা থিয়েটারের মালিক সহ আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে হাইকোর্ট অল্লু অর্জুন সহ বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়ে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অল্লু অর্জুন এদিনের ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘‘এদিন আচমকা পুলিশ বাড়িতে গিয়ে বেডরুমে ঢুকে পড়ে। অভিযোগ, ‘তিনি পোশাক বদল করতে চেয়েছিলেন। আর তার জন্য সাথে এক জন পুলিশকর্মীকে দেওয়া হোক, অনুরোধও করেছিলেন। কিন্তু ওই অনুরোধ রাখা হয়নি। এমনকি, জলখাবার অবধি শেষ করতে দেওয়া হয়নি।’ পুলিশ গ্রেফতার করতেই পারে, তবে এভাবে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করতে পারে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, সেদিন প্রিমিয়ারে ওই মহিলার মৃত্যুর ঘটনার পর অল্লু অর্জুন ভিডিয়ো পোস্ট করে শোকপ্রকাশ করেন। আর মৃতা মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথাও জানিয়ে দিয়েছিলেন। যদিও, বর্তমানে অল্লু অর্জুন হাইকোর্ট থেকে সেই মামলায় স্বস্তি পেয়েছেন। বলা বাহুল্য, গত ৫ ই ডিসেম্বর তাঁর ছবি ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে। আপাতত তা সিনেমাহলে রমরমিয়ে চলছে। আর ইতিমধ্যে কয়েকশো কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে।
Sponsored Ads
Display Your Ads Here