অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সামনেই দুর্গাপুজো। আর মাত্র এক মাসের অপেক্ষা। পুজোর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এবার পুজোর ঠিক এক মাস আগেই নবান্ন বড়ো সুখবর দিল। অর্থদপ্তরের তরফে আরো তিন হাজার টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে।
মূলত, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং সরকার অধীনস্থ সংস্থাগুলিতে অনেক পার্ট টাইম কর্মী চাকরী করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল কর্মীদের ভাতা চালু করেছিলেন। তাই পুজোর ঠিক আগে ওই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের পক্ষ থেকে গত বুধবার এই মর্মে একটি সরকারী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, “১ লা আগস্ট থেকে এই নতুন ভাতা কার্যকর হবে।”
নবান্ন থেকে বিজ্ঞপ্তিটি রাজ্যের সমস্ত দপ্তর ও অধীনস্থ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এতদিন মাসে এই সব কর্মীরা দু’হাজার টাকা করে বেতন পেতেন। তবে এদিনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দিনে তা বেড়ে মাসিক পাঁচ হাজার টাকা বেতন হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here