নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহার এক নম্বর ব্লক এলাকায় সিপিআইএমের দু’টি দলীয় দফতরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বামেরা। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি পালন করলেন সিপিএম নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ধলুয়াবাড়ি এলাকায় কোচবিহার ১নং ব্লক দফতর সংলগ্ন সিপিএম-এর অফিস এবং পানিশালা গ্রাম পঞ্চায়েতের পাকুরতলা বাজার এলাকায় অবস্থিত আরেকটি দলীয় দফতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। চেয়ারটেবিল থেকে ভেঙে দেওয়া থেকে পোস্টার ছিঁড়ে দেওয়া কিছুই বাদ যায়নি বলে অভিযোগ। এ ঘটনার পিছনে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি করেছে সিপিআই। যদিও, অভিযোগ উড়িয়েছে তৃণমূল।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত দুটি অফিস পরিদর্শনে যান সিপিএম কোচবিহার জেলা নেতৃত্ব। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এরপরই আজ সন্ধ্যায় কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হন শতাধিক সিপিএম কর্মী। সিপিআইএম নেতৃত্বের দাবি, “আইনশৃঙ্খলা রক্ষা করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ভাঙচুরে যুক্ত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” ঘটনার রাজনৈতিক রঙ ঘিরে এলাকায় চাপা উত্তেজনা জারি। ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানা পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here









