চা পাতা ছিনতাইয়ের অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ চা বাগান থেকে কাঁচা চা পাতা তুলে বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে ছিনতাই করে নেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের তীর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ভোজপুরানিগছে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ভোজপুরানিগছের বাসিন্দা নারায়ণ দাস নিজের দুই বিঘা জমিতে চা বাগানের কাঁচা চা পাতা ফ্যাক্টরিতে বিক্রি করতে যাওয়ার সময় ভোজপুরানিগছ মোড় থেকে পিক আপ ভ্যান সমেত চা পাতা ছিনতাই করে অন্যত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন চা বাগান মালিক নারায়ণ দাস। সমস্ত অভিযোগ স্থানীয় অজয় বর্মন, সুশেন সেন সহ অন্যান্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বলে জানিয়েছেন তিনি।
নারায়ণ দাস বলেন, “তৃণমূল কর্মীরা পুরোনো বিবাদের জেরে ক্ষমতার অপব্যবহার করছেন। বিগত দিনেও তারা তার চা বাগান ও সব্জির দোকানে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে টাকার দাবী করেন। ঘটনার কথা জানতে পেরে তৎক্ষনাৎ চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে”। এই বিষয়ে নারায়ণ দাস চোপড়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা অজয় বর্মন জানিয়েছেন, “তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি এই বিষয়ে কিছুই জানেন না। সমস্ত অভিযোগ মিথ্যে। বরঞ্চ আমার বাড়িতে স্থানীয় কিছু লোকজন এসে আক্রমণ করেছে। তারা আমার স্ত্রী সহ পরিবারের সদস্যদের সঙ্গে অসভ্য আচরণ করেন। যদি আমি করে থাকি তাহলে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিক পুলিশ প্রশাসন”।