নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ যতো দিন এগোচ্ছে প্রতারণা চক্র বেড়েই চলেছে। ভুয়ো সিবিআই, ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই আইনজীবীর পর এবার ভুয়ো আর্মি অফিসার। নিজেকে আর্মি অফিসারের পরিচয় দিয়ে চাকরীর প্রতিশ্রুতির জেরে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠলো হাওড়ার সাঁকরাইলের রাজেশ প্রসাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাজেশের বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে বেকার যুবকদের দিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে নিয়োগের নামে ফর্ম ফিলাপ করার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর বিশ্বাস অর্জনের জন্য নিয়ে পুণেতে যেতেন। সেখানে ফাঁকা মাঠে শারীরিক পরীক্ষা করা হতো। তারপর সার্টিফিটিকেট দেওয়া হতো। স্টেপ বাই স্টেপ করে এক লক্ষ করে টাকা নিতেন।
Sponsored Ads
Display Your Ads Here
তিনি শুধু পশ্চিমঙ্গই নয় বিহার ও উত্তরপ্রদেশেও প্রতারণার জাল বিস্তার করেছিলেন। এই ঘটনায় পুলিশ রাজেশকে গ্রেপ্তার করেছে। ধৃত রাজেশ প্রসাদ প্রকৃত আর্মি অফিসার কিনা তা সম্পূর্ণভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here