মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ দক্ষিণেশ্বরের আড়িয়াদহ এলাকায় তৃণমূল নেতা অরিত্র ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেধড়ক মারধর করা হয়।
জানা গেছে, গতকাল অরিত্র বাইকে করে অফিসে যাওয়ার সময় হঠাৎ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর অরিত্রকে দুষ্কৃতীরা ঘিরে রেখে রাস্তায় ফেলে প্রায় আধ ঘন্টা রড দিয়ে মারধর করে। এই মারের চোটে দু’টি হাত-পা ভেঙে গিয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর অরিত্রকে গুরুতর আহত অবস্থায় বেলঘরিয়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলঘরিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি কারা কি উদ্দেশ্য এই হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে । তবে পুলিশ এলাকায় গুলি চলার কথা স্বীকার করেননি।
এই ঘটনায় তৃণমূলের অন্য এক গোষ্ঠীর দিকে অভিযোগের তীর উঠেছে। জয়ন্ত সিংহ নামে এলাকার এক তৃণমূল নেতার অভিযোগ, ‘‘অরিত্রের উপর তার দলবলই হামলা করেছে। কারণ অরিত্রের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না।’’ এই ঘটনায় আহত যুব তৃণমূল নেতা প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবী জানিয়েছেন।