নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ডোমকলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে ডোমকল পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ডোমকল আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ চাকীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দলেরই বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাপানতোর চরমে।
জানা গিয়েছে, সম্প্রতি প্রদীপবাবুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগ উঠছিল। আর এদিন এলাকাবাসীরা এই ইস্যুতে পথ অবরোধ করেন।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রদীপবাবুর মাথায়-বুকে আঘাত লেগে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার অভিযোগ নিয়ে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রদীপবাবুর মাথায়-বুকে আঘাত লেগে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার অভিযোগ নিয়ে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Hereএর পর বেলা ৩টে নাগাদ প্রদীপের উপর হামলার অভিযোগ ওঠে। দোকানে থাকাকালীন দলেরই কয়েক জন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন প্রদীপ। অভিযোগ, লোহার রড, বাঁশ এমনকি, পিস্তলের বাট দিয়ে তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করা হয়।
প্রদীপের অভিযোগ, ‘‘ওয়ার্ড সভাপতি ঋজু পাল ও বাবুর নেতৃত্বে জাফিকুল-ঘনিষ্ঠ ২০-২৫ জন দুষ্কৃতী আমায় লোহার রড, বাঁশ, বন্দুক দিয়ে মারধর করে।’’ তাঁর দাবি, বিধায়কের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলাতেই এই আক্রমণ নেমে এসেছে তাঁর উপর। যদিও ঋজু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘আমি বাড়ি ছিলাম না। এ নিয়ে বলতে পারব না।’’ অন্য দিকে, জাফিকুলের প্রতিক্রিয়া মেলেনি।