নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতেরবেলা মালদার রতুয়ার বদনটোলা এলাকায় বাড়িতে মোষ ঢোকা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্যামবিহারী যাদব ও তার দলবলের বিরুদ্ধে। মৃতের নাম দেবনারায়ণ যাদব। বয়স ৫৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবনারায়ণবাবুর একটি মোষ শ্যামবিহারীবাবুর বাড়িতে ঢুকে যাওয়ায় অশান্তি শুরু হয়। কিন্তু অশান্তি চরমে পৌঁছালে শ্যামবিহারীবাবু দলবল নিয়ে দেবনারায়ণবাবুর উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় দেবনারায়ণবাবুর পরিবার রতুয়া থানায় অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here