নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ প্রেমিকা টাকা চাওয়ায় তা দিতে রাজি না হওয়ায় প্রেমিককে বিবস্ত্র করে অপহরণ করলেন প্রেমিকা। মুম্বইয়ের ডোম্বিভলির ওই ব্যবসায়ীর নাম এস গায়কোয়াড়। আর অভিযুক্ত প্রেমিকার নাম সঞ্জনা রাঠৌড়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জনার সাথে গায়কোয়াড়ের শারীরিক সম্পর্ক ছিল। তিনি প্রেমিকাকে নিয়মিত টাকাও দিতেন। কিন্তু সম্প্রতি সঞ্জনা ৫ লক্ষ টাকা দিতে বলার জন্য চাপ দিতে শুরু করলে গায়কোয়াড় অতিষ্ট হয়ে সঞ্জনার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেন। এরপর সঞ্জনা আলাদা আলাদা নম্বর থেকে গায়কোয়াড়কে ফোন করে হুমকি দিতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
গায়কোয়াড় পুলিশকে জানান, “১৮ ই জুলাই অফিসে একা থাকার সুযোগে প্রেমিকা অজয় যাদব ও ফোরম্যান সাইনি নামে দুই জন ব্যক্তিকে নিয়ে সেখানে পৌঁছান। এরপর অজয় এবং ফোরম্যান তাকে বিবস্ত্র করে মারধর করেন। এরপর বিবস্ত্র অবস্থাতেই হাত-পা বেঁধে ঠানের একটি ফাঁকা আবাসনে নিয়ে গিয়ে ফের মারধর করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পর দিন গায়কোয়াড়কে একটি অ্যাপ ক্যাবে করে এটিএমে নিয়ে গিয়ে ষাট হাজার টাকা নিয়ে নেন। তারপর আবার গায়কোয়াড়ের বাড়ি থেকে প্রায় দু’লক্ষ টাকার গহনা হাতিয়ে অভিযুক্তেরা সেখান থেকে চলে যান আর যাওয়ার সময় হুমকি দেওয়া হয় যাতে বাকি টাকাও দু’দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযু্ক্ত সঞ্জনা এবং দুই সহযোগী অজয় এবং ফোরম্যানকে গ্রেফতার করেছেন।