নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগরে পণ না পেয়ে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় মৃতার বাপের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।
কয়েক মাস আগে কৃষ্ণনগরের বৈকুণ্ঠ সড়কের বাসিন্দা পিঙ্কি শর্মার সাথে ভীমপুরের বাপন মণ্ডলের বিয়ে হয়। কিন্তু অভিযোগ ওঠে যে, বিয়ের পর থেকেই পিঙ্কির উপর পণের জন্য অত্যাচার করা হত। বাপন কোনো কাজ করতেন না। টাকার জন্য চাপ সৃষ্টি করতেন। আর সেই টাকার জন্য পিঙ্কিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পেশায় দিনমজুর পিঙ্কির বাবা তপন শর্মা জানান, “মেয়ের বিয়ের সময় পাত্রপক্ষের দাবী মেনে নগদ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া খাট-আলমারি সহ বেশ কিছু আসবাবপত্র দিয়েছেন। এরপরেও শ্বশুরবাড়ির পক্ষ থেকে আরো টাকার জন্য চাপ দেওয়া হত। ফলে অত্যাচার সহ্য করতে না পেরে পিঙ্কি সমস্যার কথা জানিয়েছিল কিন্তু হাতে টাকা ছিল না।
Sponsored Ads
Display Your Ads Here
তবুও পিঙ্কির কথা চিন্তা করে জামাইয়ের দাবী মেনে ধার-দেনা করে কুড়ি হাজার টাকা জোগাড়় করা হয়েছিল। তবে সেই টাকা মেয়ের বাড়িতে পৌঁছনোর আগে জানা গিয়েছে পিঙ্কি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। শক্তিনগর হাসপাতালে ভর্তি আছে। খবর পেয়ে ছুটে গেলেও শেষমেশ চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here