অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকালই কলকাতায় পুরভোট। তাই শহরের নিরাপত্তা জোরদার করতে আজ থেকে প্রশাসন সব রকমের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণে আলিপুর চিড়িয়াখানা সহ কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে হওয়া মেলাগুলি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
অতিমারীর কারণে প্রায় দেড় বছরেরও বেশী সময় ধরে আলিপুর চিড়িয়াখানা বন্ধ ছিল। সম্প্রতি চিড়িয়াখানার দরজা খুলে দেওয়ায় আবারও মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশীষকুমার সামন্ত বলেছেন, “শুধুমাত্র আগামীকালের জন্য চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে শেষ মুহূর্তে বিষয়টি চূড়ান্ত হয়েছে”।
একই ভাবে কলকাতার বড়িশা অঞ্চলে আয়োজিত ২২৯ বছরের চণ্ডী মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসের ১০ ই ডিসেম্বর থেকে এই মেলার সূচনা হয়েছিল। যা আগামী ২০ শে ডিসেম্বর অবধি চলবে। কিন্তু গতকাল মেলা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, ১৮ ই ডিসেম্বর ও ১৯ শে ডিসেম্বর দু’দিন মেলা বন্ধ রাখতে হবে।
চণ্ডী মেলা কমিটির যুগ্ম সম্পাদক শুভেন্দুকুমার বসু বলেন, “প্রতি বছর আমরা প্রশাসনের সহযোগীতায় মেলা করি। ফলে যখন কলকাতার পুরভোটের জন্য আমাদের মেলা বন্ধ রাখার কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তখন আমরা আপত্তি করিনি”।