অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হলো। সূত্রের খবর, রেলওয়ে বোর্ড ৪ ঠা মার্চ অবধি চূড়ান্ত ও অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরীর জন্য এলডিসিই/জিডিসিই সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে রেলের ডিপার্টমেন্টাল সিলেকশন প্রক্রিয়ায় বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ করা যাবে না। প্রসঙ্গত, সম্প্রতি বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর (মোগলসরাই) থেকে পূর্ব-মধ্য রেলওয়ের ছাব্বিশ জন রেল আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর আট জায়গায় অভিযান চালিয়ে এক কোটি সতেরো লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। এই অভিযান নিয়ে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) একটি বিবৃতিতে জানিয়েছিল, “রেলের সতেরো জন লোকো পাইলট প্রশ্নপত্র পাওয়ার জন্য টাকা দিয়েছিলেন।” ঘটনাচক্রে, এরপরই রেলওয়ে বোর্ড এই পদক্ষেপ গ্রহণ করেছে। এর পাশাপাশি, রেলওয়ে নিয়োগ বোর্ডকে সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here