অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সম্প্রতি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন খাদ্য দপ্তরকে চিঠি লিখে জানায় যে, ‘আগামী ২২ শে মার্চ বুধবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদ ভবনের সামনে অবস্থান আন্দোলনের কর্মসূচী নিয়েছে।’ তাই রাজ্যের বহু রেশন ডিলার আন্দোলনে অংশ নিতে যাওয়ায় রেশন দোকান বন্ধ থাকবে।
তাই চিঠিতে ২০ মার্চ থেকে ২৩ শে মার্চ পশ্চিমবঙ্গের সব রেশন দোকান বন্ধ থাকার কথা জানানো হয়েছে। চিঠিটি খাদ্য দপ্তরের সচীব পারভেজ আহমেদ সিদ্দিকিকে পাঠানো হয়েছে। আর সোমবার এমনিতেই রেশন দোকানগুলিতে সাপ্তাহিক ছুটি থাকে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন জানিয়েছে, ‘রাজ্য থেকে প্রায় ১৭ হাজার রেশন ডিলার প্রতিবাদ জানাতে যাবেন।
Sponsored Ads
Display Your Ads Here
যারা দিল্লি যেতে পারবেন না, তাদের এই চারদিন রেশন দোকান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।’ সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু দিল্লিতে পৌঁছে জানান, “আমরা যে সমস্ত দাবী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি তা গ্রাহকদের জন্যই। গ্রাহকরা যাতে সুষ্ঠু ভাবে রেশন পরিষেবা পান ও রেশন ডিলাররা যাতে সবরকম পরিষেবা ঠিক ভাবে দিতে পারেন।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে আমরা গ্রাহকদের কাছে সহযোগীতার আশা করছি। ইতিমধ্যে আমরা আমাদের অবস্থানের কথা খাদ্য দপ্তরকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি।” কিন্তু সপ্তাহের শুরুতেই চার দিন দোকান বন্ধ থাকায় গ্রাহকেরা সমস্যার মুখে পড়তে পারেন বলে খাদ্য দপ্তরের একাংশ মনে করছেন। এমত পরিস্থিতিতে গ্রাহকরা দপ্তরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here