চয়ন রায়ঃ কলকাতাঃ বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারীর পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। সংখ্যালঘু হিন্দুরা প্রতিবাদ করলেই সেদেশে নৃশংস অত্যাচারের শিকার হতে হচ্ছে। এমনকি ইস্কনকে নিষিদ্ধ করার দাবীও উঠতে শুরু করেছে। এরই মধ্যে এবার কলকাতায় ইস্কনের ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে।
দু’দিন ধরে ইস্কনের ওয়েবসাইট নিউটাউন, ঠিকভাবে কাজ করছিল না। প্রাথমিকভাবে ইস্কনের সদস্যরা মনে করেছিলেন এটা কোনো প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু আজ সকালবেলা ইস্কন কর্তৃপক্ষ ওয়েবসাইট খুলতেই রীতিমতো হকচকিয়ে ওঠেন। এদিন ওয়েবসাইটে ইসলামি ভাষার শ্লোগান ভেসে উঠতেই সকলে একেবারে বিস্মিত হয়ে যান। এরপরই কর্তৃপক্ষের তরফে ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের নিয়ে এসে ওয়েবসাইট মেরামত করা হয়েছে। ফলে আপাতত নিউটাউন ইস্কনের ওয়েবসাইট ঠিকভাবেই খুলছে। “আল মশাল” নামে একটি ইসলামিক সংগঠন ওই ওয়েবসাইট হ্যাক করেছে বলে অভিযোগ উঠে আসছে।
Sponsored Ads
Display Your Ads Here