দেশ ছেড়ে পালাচ্ছেন শিক্ষক সহ সমস্ত ডাক্তার-ইঞ্চিনিয়ার

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ দিনের পর দিন পাকিস্তানের সাধারণ নাগরিকদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে। আর্থিক ও খাদ্যসঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানে এবার কর্মসঙ্কটও ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে। তাই সাধারণ মানষের পাশাপাশি ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়াররাও দেশ ছেড়ে পালাচ্ছেন।

সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের ব্যুরো অব এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্টের প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের প্রথম দু’মাসেই ১ লক্ষ ২৭ হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। যাদের মধ্যে ৫২ হাজার ৩৯৮ জন শ্রমিক, ২৯ হাজার ৯৮৯ জন গাড়িচালক। ১ হাজার ৩৯৬ জন ইঞ্জিনিয়ার, ১ হাজার ২৫৭ জন হিসাবরক্ষক, ৫৪৯ জন চিকিৎসক এবং ২৪১ জন শিক্ষক।


আর জানুয়ারী মাস ও ফেব্রুয়ারী মাসে যে লক্ষাধিক মানুষ দেশ ছেড়েছেন, তাদের মধ্যে ৬১ হাজার ৩২১ জন সৌদিতে, ২৭ হাজার ৫০১ জন সংযুক্ত আরব আমিরশাহিতে, ১৩ হাজার ৭০০ জন কাতার এবং ১১ হাজার ৬০ জন ওমানে চলে গিয়েছেন।


বেশ কয়েক বছর ধরেই দেশবাসীরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু ২০১৫ সালে সাড়ে ৯ লক্ষ নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এদিকে শাহবাজ শরিফের সরকার আর্থিক সঙ্কট থেকে দেশকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) উপর দেশের ভাগ্য নির্ধারণ কলরছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930