ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থার তৈরী ‘স্টারশিপ’ আচমকা মাঝ আকাশে ভেঙে পড়ে বিপত্তি ঘটেছে। আর এর ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে ঝরে পড়েছে। তবে সমস্যা এড়াতে গিয়ে আমেরিকার বিস্তীর্ণ অংশে বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। ফলে যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
সূত্রের খবর, ‘স্টারশিপ’ পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাচ্ছিল। গতকাল স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে স্পেসএক্স ‘স্টারশিপ’ উৎক্ষেপণ করে। কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। আর মাঝ আকাশে বিস্ফোরণ হওয়ায় রকেটের ধ্বংসাবশেষ রূপে আগুনের গোলা দ্রুত গতিতে নীচের দিকে নামতে থাকে। আকাশ জুড়ে আগুনের গোলা ছড়িয়ে পড়েছে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আর রকেট ভেঙে পড়ায় মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে।
স্পেসএক্সের কর্তা ডান হুয়ট জানান, ‘‘উৎক্ষেপণের কিছুক্ষণ পর থেকে স্টারশিপের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তা থেকেই আমরা বুঝতে পেরেছিলাম, কিছু সমস্যা হয়েছে। পরে তা ভেঙে গিয়েছে।’’ এদিকে, রকেট বিপর্যয়ের খবর আসতেই মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পর পর কিছু বিমান নামিয়ে আনা হয়। আর রকেটের ধ্বংসাবশেষ এড়াতে অন্তত কুড়িটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করে অন্য বিমানবন্দরে সেগুলি নামিয়ে দেওয়া হয়েছে।
স্পেসএক্সের সিইও মাস্ক রকেটের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করে নেটমাধ্যমে লেখেন, ‘‘সাফল্য অনিশ্চিত, তবে ষোলো আনা বিনোদনের নিশ্চয়তা আছে।’’ এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে স্পেসএক্সের একটি রকেট উৎক্ষেপণের পর মাঝ আকাশে ভেঙে পড়েছিল। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ে রকেটটি ধ্বংস হয়ে গিয়েছিল। আর ভারত মহাসাগরের উপরে ওই ধ্বংসাবশেষ পড়ে।