চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার ডালহৌসির অ্যাথলেটিক ক্লাব লাইটিং দ্য ল্যাম্পে ‘All India Human Rights’ এর পক্ষ থেকে ‘The Legend of Bengal Award’ এর একটি অনুষ্ঠান হয়েছিল।
যেখানে AIHR-এর ন্যাশনাল বোর্ডের সভাপতি বুম্বা মুখার্জি, AIHR-এর ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক রাজন সিদ্দিকি, ওয়েস্ট বেঙ্গল স্টেটের প্রেসিডেন্ট শুভাশিষ গুহ, বিহার সরকারের আইন পরিষদের সদস্য গুলাম রসুল বাল্যভি, ন্যাশনাল বোর্ডের সহ সভাপতি এস কে আবদুল সেলিম ও পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের সদস্য ডঃ অরুণজ্যোতি ভিক্ষু উপস্থিত ছিলেন।
AIHR প্রতিদিন বার্নপুর, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভবঘুরে মানুষদের বিনামূল্যে খাওয়ানো ও বস্ত্র বিতরণ করে থাকে। এছাড়া এই সংস্থার তরফ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়ে থাকে। ভবিষ্যৎ এ এরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।