Indian Prime Time
True News only ....

AIHR এর পক্ষ থেকে বার্ষিকী অনুষ্ঠান পালিত হলো

চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার ডালহৌসির অ্যাথলেটিক ক্লাব লাইটিং দ্য ল্যাম্পে ‘All India Human Rights’ এর পক্ষ থেকে ‘The Legend of Bengal Award’ এর একটি অনুষ্ঠান হয়েছিল।

যেখানে AIHR-এর ন্যাশনাল বোর্ডের সভাপতি বুম্বা মুখার্জি, AIHR-এর ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক রাজন সিদ্দিকি, ওয়েস্ট বেঙ্গল স্টেটের প্রেসিডেন্ট শুভাশিষ গুহ, বিহার সরকারের আইন পরিষদের সদস্য গুলাম রসুল বাল্যভি, ন্যাশনাল বোর্ডের সহ সভাপতি এস কে আবদুল সেলিম ও পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের সদস্য ডঃ অরুণজ্যোতি ভিক্ষু উপস্থিত ছিলেন।

AIHR প্রতিদিন বার্নপুর, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভবঘুরে মানুষদের বিনামূল্যে খাওয়ানো ও বস্ত্র বিতরণ করে থাকে। এছাড়া এই সংস্থার তরফ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়ে থাকে। ভবিষ্যৎ এ এরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Get real time updates directly on you device, subscribe now.