অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবার সল্টলেক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিধাননগরের নওভাঙা এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে। আর গাড়িগুলির মধ্যে থেকে প্রায় ২ কিলোগ্রাম হেরোইন পাওয়া গেছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতেরবেলা তদন্তকারীরা নওভাঙা এলাকায় দু’টি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। গাড়িগুলি নিয়ম মেনেই পার্ক করানো হয়েছিল। বাইরে থেকে দেখে কোনো সন্দেহ হওয়ার সম্ভাবনাই ছিল না। কিন্তু ওই গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৩০ হাজার হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। যার ওজন প্রায় দেড় কেজি ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গত ১৬ ই মার্চ নওভাঙা সেক্টর-৪ এলাকা থেকে পশুপালন ব্যবসায়ী মবিন খান ও মেহতাব বেগমকে ৫ কেজি মাদক সহ গ্রেফতার করা হয়েছিল। আর মবিন খান এবং মেহতাবকে জিজ্ঞাসাবাদ করেই এই দুই কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। তাদের ধাপার মনপুর এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ছাগলের ব্যবসার আড়ালে রমরমিয়ে এই মাদকের কারবার চালানো হত। আর সুকৌশলে এই মাদকের পুরিয়া মাদকাসক্ত ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হত। আপাতত এই কারবারের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও খোঁজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here