নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ দেশে আবার মাথাচাড়া দিয়েছে করোনা। প্রতিবারের মতো মহারাষ্ট্রে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়ছে। এই রাজ্যে প্রায় পাঁচ মাস পরে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়েছে। সরকারী তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৩৪ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মার্চ মাসে করোনা আক্রান্ত হয়ে দশ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, ১ লা মার্চ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩২ ছিল। কিন্তু এর মধ্যে আক্রান্তের সংখ্যা দশ গুণের বেশী বৃদ্ধি পেয়ে ৩৪ হয়েছে। এছাড়া গত সপ্তাহে মুম্বইয়ের হাসপাতালগুলিতে করোনা রোগী ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে মুম্বইয়ের হাসপাতালগুলিতে ২৬ জন করোনা রোগী ভর্তি রয়েছেন যাদের মধ্যে দশ জন অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা ও ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। বৈঠকে বলা হয়, “এই মুহূর্তে আতঙ্কের কিছু না থাকলেও অসতর্ক হওয়া যাবে না কিছুতেই। সংক্রমণ ঠেকাতে নতুন করে মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো সতর্কতামূলক পদক্ষেপের উপর জোর দেওয়ার উচিত।”