নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পংঃ গত দু’দিন ধরেই দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে। ফলে আজ ভোরবেলা কালিম্পংয়ের মেল্লি বাজারের কাছে দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। এর জেরে শিলিগুড়ি ও গ্যাংটকের মধ্যে সংযোগরক্ষাকারী এই রাস্তাটিতে যানজটের সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিধসের কারণে কালিম্পংয়ের মেল্লি বাজার থেকে মেল্লি চেক পোস্ট অবধি রাস্তা কার্যত অবরুদ্ধ রয়েছে। ইতিমধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আর রাস্তা আংশিক বন্ধ থাকায় দশ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। আবার কিছু যানবাহন লাভা হয়ে বিকল্প পথ ধরে গ্যাংটকের দিকে যাচ্ছে। তবে ধস সরিয়ে খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
ধস এবং তিস্তার জলোচ্ছ্বাসের কারণে গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি মোট ন’বার দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ থেকেছে। পূর্ত দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করায় গত মঙ্গলবার অর্থাৎ ন’দিন পরে দশ নম্বর জাতীয় সড়ক খুলেছিল। এর মধ্যে আবার বাংলা-সিকিম ‘লাইফলাইনে’ ধস নামার ঘটনা ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here