নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এবার একটানা দশ দিন খড়গপুর ডিভিশনে বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এর জেরে নিত্যযাত্রীরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়বেন। গতকাল দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২৯ শে জুন থেকে ৮ ই জুলাই খড়গপুর ডিভিশনের অধীন আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া-মেদিনীপুর সহ ২৩৭টি লোকাল ট্রেন এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ শে জুন থেকে ৬ ই জুলাই অর্থাৎ আট দিন প্রি নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। শুধু ৭ ই জুলাই ও ৮ ই জুলাই নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। আর যে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে, এর মধ্যে ধৌলি, ইস্পাত, কাণ্ডারী, শতাব্দী, আরণ্যক, তাম্রলিপ্ত, আজাদ হিন্দ, জনশতাব্দী, ইন্টারসিটি, সামলেশ্বরীর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে। এছাড়া তিন জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এগারো জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে। আর বারো জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
এদিকে ৬ ই জুলাই পুরী-হাওড়া এক্সপ্রেস ২০ মিনিট এবং ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস ৯০ মিনিট দেরীতে চলতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে, শিয়ালদহ শাখায় ইন্টারলকিং-নন ইন্টারলকিংয়ের কাজ লেগেই থাকে। ফলে প্রায়শই শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। আর যাত্রীদেরও অভিযোগ, “প্রায়শই রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, মসৃণ পরিষেবার জন্যই এত কিছু। অথচ এরপরও ট্রেন দেরীতে চলা, ট্রেন বাতিল সহ একাধিক অভিযোগ নিয়মিত উঠতে থাকে।”