Indian Prime Time
True News only ....

ফের হাওড়া থেকে বাতিল হচ্ছে একাধিক ট্রেন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ ফের একাধিক ট্রেন বাতিল হচ্ছে। ১৯ শে ফেব্রুয়ারী থেকে ২২ শে ফেব্রুয়ারী অর্থাৎ আজ বুধবার থেকে আগামী শনিবার অবধি একাধিক রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। রেলের বিশেষ কাজের জন্য ট্রেনগুলি বন্ধ রাখা হবে। তবে লোকাল ট্রেন নয়, মূলত এক্সপ্রেস ট্রেনগুলি করা বাতিল হচ্ছে।

যে সব ট্রেন বাতিল হচ্ছে, সেগুলি হলো- ২২৩০৮ বিকানির- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (১৯ শে ফেব্রুয়ারী), ২২৪৬৬ আনন্দ বিহার টার্মিনাল- মধুপুর বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর সুপারফাস্ট এক্সপ্রেস (১৯ শে ফেব্রুয়ারী), ২২৪৬৫ মধুপুর- আনন্দ বিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর সুপারফাস্ট এক্সপ্রেস (২০ শে ফেব্রুয়ারী), ১৯৪৩৫ আমেদাবাদ জংশন- আসানসোল উইকলি এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারী), ২০৯৭৬ আগ্রা ক্যান্টনমেন্ট- হাওড়া চম্বল এক্সপ্রেস (২০ শে ফেব্রুয়ারী), ২২৯১১ ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস (২০ শে ফেব্রুয়ারী),

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস (২০ ও ২১ শে ফেব্রুয়ারী), ১২৩১২ কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস (২০ ও ২১ ফেব্রুয়ারী), ২২৩০৭ হাওড়া- বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস (২১ ফেব্রুয়ারী), ১২৩০৮ যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (২০ ও ২১ শে ফেব্রুয়ারী), ১২১৭৭ হাওড়া-মথুরা জংশন চম্পল এক্সপ্রেস (২১ শে ফেব্রুয়ারী), ২২৯১২ হাওড়া- ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (২০ ও ২২ ফেব্রুয়ারী), ১৯৪৩৬ আসানসোল জংশন- আমেদাবাদ উইকলি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারী) ও ১২৩০৭ হাওড়া-যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস (২২ ও ২৩ শে ফেব্রুয়ারী)।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored