নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আবার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বীরভূমের বোলপুরে হানা দিয়ে জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে বাড়ি থেকে আটক করে নিয়ে গেলেন। এবারেই বিশ্বজ্যোতিবাবু কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি অনুব্রত মণ্ডলের বিভিন্ন কাজের দেখাশোনার দায়িত্বে ছিলেন।
এককথায় ছায়াসঙ্গী ছিলেন। অন্য দিকে সিবিআই বিশ্বজ্যোতিবাবুর বাড়ির পাশাপাশি অনুব্রত মণ্ডলের অপর ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী সুদীপ রায়ের বাড়িতেও গিয়েছে। এছাড়া অনুব্রত মণ্ডলের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়ি ও সুজিত দে নামে এক জন ব্যবসায়ীর বাড়ি গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গতকাল সিবিআই আধিকারিকরা আসানসোলে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করেছেন। গোরু পাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক সম্পত্তির খোঁজ পাওয়ায় সিবিআই আধিকারিকরা ওই সব সম্পত্তির উৎস জানতে চান।
Sponsored Ads
Display Your Ads Here