অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটলো। তাতে আজ ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি) মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়। জানা যায়, বেলা ১২ টা ১২ মিনিট নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনের আপ লাইনে হঠাৎ এক জন ব্যক্তি দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে লাফ মারেন। ফলে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ-ডাউন, দুই লাইনেই পরিষেবার ব্যাঘাত ঘটে। পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে। দু’ঘণ্টার বেশী সময় পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
মেট্রো সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার পরে দ্রুত স্টেশন খালি করে দেওয়া হয়। আর উদ্ধার করতে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। সপ্তাহের প্রথম দিন মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। মেট্রো না পাওয়ায় স্টেশনে যাত্রীদের ভিড়ও বাড়তে থাকে। একদিকে যেমন দক্ষিণেশ্বরগামী ট্রেন ময়দানে খালি করে দেওয়া হচ্ছে। অন্য দিকে, কবি সুভাষগামী মেট্রো গিরিশ পার্ক অবধি চলছে। এর জেরে অনেকেই মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যাত্রীদের অভিযোগ, “প্রথমে ট্রেন দাঁড়িয়ে পড়ার কারণ জানানো হয়নি। অনেকক্ষণ পর মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা বন্ধের কথা জানান।” বার বার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বিগ্ন। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা রুখতে কালীঘাট স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে পাকাপোক্ত ভাবে কিছু গার্ডরেল বসিয়েছেন। কিন্তু নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, “দু’টি গার্ডরেলের মধ্যে যা ব্যবধান, তাতে উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা কম।” এছাড়াও যাত্রীদের একাংশের মতে, “শুধুমাত্র কালীঘাট স্টেশনের একদিকে গার্ডরেল বসিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা আটকানোর পরিকল্পনা একেবারেই অবাস্তব।”
Sponsored Ads
Display Your Ads Here