অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোরবেলা প্রায় ৪ টে নাগাদ মা উড়ালপুল ও এজেসি বোস রোডের সংযোগস্থলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা লেগে বেপরোয়া বাইক থেকে এক আরোহী ছিটকে নীচে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়। ওই বাইক চালকও আহত হয়েছেন।
মৃত বাইক আরোহী ২১ বছর বয়সী শুভম কুমার। বাড়ি ভিআইপি নগর। আর বাইক চালকও ২১ বছর বয়সী অঙ্কিত কুমার। অঙ্কিতও ভিআইপি নগরেরই বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়ালপুলের পশ্চিমের ওই অংশে বাইক চলা নিষিদ্ধ। শুধুমাত্র এই অংশ দিয়ে বড়ো গাড়ি যাতায়াত করে। এছাড়া গতকাল রাতেরবেলা ওই এলাকায় উড়ালপুলের রক্ষণাবেক্ষণের কাজও চলছিল। তাই রাস্তা গার্ড রেল দিয়ে বন্ধ করা ছিল। কিন্তু মদ্যপ বাইক চালক গার্ড রেলের ফাঁক গলে ভিতরে ঢুকে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর দ্রুত গতিতে এজেসি বোস রোডের সংযোগস্থলে বাইকটি বাঁক নিতে গিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা লেগে গাড়িটি নীচে পড়তেই বাইকের পিছনে বসে থাকা শুভম বেসামাল হয়ে বাইক থেকে ছিটকে নীচে সার্কাস অ্যাভিনিউয়ের উপর পড়ে যান। তারপর দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শুভমকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here